ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টেরিবাজার ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
টেরিবাজার ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল

চট্টগ্রাম: টেরিবাজার ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল মঙ্গলবার (১৮ মার্চ) শাহ্ আমানত সেতু সংযোগ সড়কের কেবি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।  

সমিতির সভাপতি আবদুল মান্নান ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক আবুল মনসুরের সঞ্চালনায় মাহফিলে কোরআন তেলাওয়াত করেন সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ তাজুল ইসলাম।  

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী।

প্রধান মেহমান ছিলেন আন্দরকিল্লা শাহি জামে মসজিদের খতিব আল্লামা আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল-মাদানি।  

বিশেষ অতিথি ছিলেন ডিসি সদর এবং অতিরিক্ত ডিআইজি উপ-পুলিশ কমিশনার মো. ফয়সাল আহমদ। বক্তব্য দেন ইফতার মাহফিল বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক ও সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী।  

উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলাম, মাহফুজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার মারেফুল করিম, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, সদস্য মো. ইসমাইল, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্য আহমদ হোছাইন, সদস্য মো. মুসা, নাছির উদ্দিন, ওসমান গণি, পৃষ্ঠপোষক সদস্য রফিকুল ইসলাম, মো. জসিম উদ্দিন, কার্যকরী পরিষদের সহ-সভাপতি মো. আলমগীর, ফরিদুল ইসলাম, মো. গোলাম নবী, যুগ্ম-সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, এসএসএস বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ইসতেহাদ হোসেন রাজিব, অর্থ সম্পাদক ইমরানুল হক সাইয়েদ, আইন বিষয়ক সম্পাদক মো. বাকের উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মো. হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম পারভেজ, দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, অডিটর সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মামুনুর রশীদ (মামুন), মো. জাবেদ, মো. আবু ছালেক প্রমুখ।  

মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।