ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে ইন্ডাস্ট্রি গেস্ট স্পিকার সেশন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৮:০০ পিএম, মার্চ ২৩, ২০২৫
সিআইইউতে ইন্ডাস্ট্রি গেস্ট স্পিকার সেশন অনুষ্ঠিত

চট্টগ্রাম: উন্নত বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলগুলো ইন্ডাস্ট্রি বা শিল্পের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলে।  ফলে বিশ্ববিদ্যালয়গুলো শিল্প সম্বন্ধে সম্যক ধারণা লাভ করে এবং ইন্ডাস্ট্রি হতে প্রাপ্ত তথ্য গবেষণার কাজে ব্যবহার করতে পারে।

অপরদিকে এসব গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল থেকে শিল্প প্রতিষ্ঠানগুলোও ব্যাপকভাবে লাভবান হয়। এছাড়াও শিক্ষার্থীরাও শিল্প সম্বন্ধে একটি আগাম ধারণা লাভ করে।

নগরের বেসরকারি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এর বিজনেস স্কুল ঠিক একই ধরনের দর্শন ধারণ করে ইন্ডাস্ট্রি বা শিল্প প্রতিষ্ঠানসমূহের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।  

এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিজনেস স্কুলের অন্তর্ভুক্ত ম্যানেজমেন্ট এবং এইচআরএম বিভাগের উদ্যোগে একটি ইন্ডাস্ট্রি গেস্ট স্পিকার সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাইডাস সেফটি বাংলাদেশ লিমিটেডের মানব সম্পদ বিভাগের প্রধান কাজী মোহাম্মদ আরিফ মইনুদ্দিন। তাঁকে স্বাগত জানান সিআইইউর ব্যবস্থাপনা এবং এইচআরএম বিভাগের প্রধান অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী মোহাম্মদ  আরিফ মইনুদ্দিন তাঁর দু’দশকের ক্যারিয়ারের আলোকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে করপোরেট যোগাযোগ, অফিসের পরিবেশ, কর্মী সম্পর্ক, উৎপাদনশীলতা, কর্মীদের অংশগ্রহণ প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ  আলোচনা পেশ করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানে কর্মরতদের উৎপাদনশীলতা বৃদ্ধিকল্পে একটি কার্যকর অফিস ম্যানেজম্যান্টের গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
পিডি/টিসি

বাংলাদেশ সময়: ৮:০০ পিএম, মার্চ ২৩, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।