ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থাকব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৫:১১ পিএম, মার্চ ২৫, ২০২৫
ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থাকব

চট্টগ্রাম: জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি মুহাম্মদ শাহেদ বলেছেন, বিএনপি সব সময় দেশের জনগণের দুঃখ দুর্দশা ভাগ করে নিতে প্রস্তুত। বিএনপির মানবিক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

 

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রাম মহানগরের আওতাধীন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ যুবদল নেতাকর্মী-পরিবারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণকালে তিনি এ কথা বলেন।  

মুহাম্মদ শাহেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকেও দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের খোঁজ খবর রাখার জন্য এবং তাদের কল্যাণে কাজ করার জন্য ধন্যবাদ জানাই।

আমরা তার নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থাকব।

বিএনপি সবসময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে জানিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, দেশের ক্রান্তিলগ্নে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক চাপের মধ্যে আমাদের দায়িত্ব হল অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। এ উপহার শুধু সামগ্রী নয়, এটি আমাদের ভালবাসা সহমর্মিতা একাত্মতার প্রতীক।  

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ যুবদল নেতাকর্মী-পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার পাচ্ছেন- শহীদ মো. সেলিম, শহীদ হুমায়ুন কবির, শহীদ সাইদুল ইসলাম (সেলু ড্রাইভার), আরাফাত (পঙ্গু), মো. ইসমাইল হোসেন রাজিব (আহত), শহীদ মো. নাছির, মো. ইয়াছিন (আহত), শহীদ হারুন চৌধুরী, মো. জুয়েল (আহত-চোখ-৭ জানুয়ারি পুলিশের গুলিতে আহত), শহীদ মো.ইউসুফ ও শহীদ মোহাম্মদ আলম ৪ আগস্ট ২০২৪ চট্টগ্রামে পুলিশের গুলিতে শহীদ হন।   

তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (প্রচারের দায়িত্বে) শিহাব উদ্দিন মুবিন, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী সাকি, সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, সাবেক কোষাধ্যক্ষ নুর হোসেন উজ্জ্বল, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জহিরুল ইসলাম জহির, রিদুওয়ান হোসেন জনি ও শফিউল বাশার শামু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এমআই/টিসি

বাংলাদেশ সময়: ৫:১১ পিএম, মার্চ ২৫, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।