চট্টগ্রাম: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
বুধবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রেজারার ইনচার্জ ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া।
বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এবিএম আবু নোমান।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৫৪ বৎসর অতিক্রান্ত হলেও আমরা স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে পারিনি। বীর মুক্তিযোদ্ধারা যে উদ্দেশ্যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এ দেশ স্বাধীন করেছেন, রক্তদান করেছেন, শহীদ হয়েছেন- তার প্রতিদান আমরা দিতে পারিনি। নানা কারণে আমাদের স্বাধীনতার স্বপ্ন পরিপূর্ণ সফলতা পায়নি। সময়ের সাহসী শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন সফল করে তুলতে দেশ গড়ার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এসি/টিসি