ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আরাধ্যা খুঁজছে মা-বাবাকে

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৫
আরাধ্যা খুঁজছে মা-বাবাকে ...

চট্টগ্রাম: ছয় বছরের আরাধ্যা বিশ্বাস বেঁচে গেছে অলৌকিকভাবে। তার বাবা দিলীপ বিশ্বাস আর মা সাধনা রাণী প্রাণ হারিয়েছেন।

যন্ত্রণায় কাতর ছোট মেয়েটির দুই পা ভেঙে গেছে।

ঈদের ছুটিতে পরিবার নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা দিলীপ।

বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মারা যান ১০ জন।

মা-বাবার সাথে আরাধ্যাও ছিল মাইক্রোবাসের যাত্রী। এখন সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। যাত্রীদের মধ্যে বেঁচে যাওয়া ২৩-২৪ বছরের আরও এক নারী সেখানে আছেন, যার জ্ঞান ফিরেনি।

জানা গেছে, সন্তানদের নিয়ে ঢাকায় থাকতেন দিলীপ বিশ্বাস। তিনি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, নতুন জামা গায়ে ছোট্ট আরাধ্যা কিছুক্ষণ পরপর মা-বাবাকে খুঁজছে। তার মুখ, কপাল ও হাতে শুকিয়ে গেছে রক্তের দাগ। এক চোখ ফুলে গেছে। আহত অবস্থায় তাকে এবং আরেক নারীকে লোহাগাড়া থেকে এই হাসপাতালে আনা হয়। তাদের সার্বক্ষণিক দেখভাল করছে সনাতন স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন।

চিকিৎসকরা জানান, শিশুটির দুই পা ভেঙেছে, মুখেও আঘাত লেগেছে। আরও কিছু পরীক্ষা করা হবে। এছাড়া আরেক নারীর অবস্থা গুরুতর। হাসপাতালে আনার পর থেকে বিকাল ৪টা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মনজুর হোসেন বাংলানিউজকে জানান, চট্টগ্রামমুখী রিল্যাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের সবার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, জাঙ্গালিয়া এলাকায় গত তিনদিনে একই স্থানে তিনটি দুর্ঘটনা ঘটেছে। এ সড়কে ট্রাকে লবণ পরিবহন করার কারণে লবণ পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যায়। এছাড়াও কয়েকটি বিপজ্জনক বাঁক আছে। অন্য জেলার চালকদের এখানে গাড়ি চালানোর অভিজ্ঞতা নেই। এসব কারণে বার বার দুর্ঘটনা ঘটছে।  

নিহত ১০ জনের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা। তিনি বলেন, ৪ জনের পরিচয় জানা গেছে। তাদের নাম সাধনা মণ্ডল, দিলীপ বিশ্বাস, আশীষ মণ্ডল ও দুর্জয় মণ্ডল। এদের মধ্যে দিলীপ বিশ্বাস ও সাধনা মণ্ডলের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়।  অন্য দুজনের বাড়ি কুষ্টিয়ায়।

দুর্ঘটনাস্থল পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম

জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। বুধবার (২ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। এছাড়া ওই এলাকার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে নিহতদের পরিবারকে ৫ লাখ এবং আহত পরিবারকে ৩ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানান উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাছান, ওসি মো. আরিফুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।