ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঈদের ছুটি শেষে কর্মব্যস্ততা অফিস পাড়ায়

সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
ঈদের ছুটি শেষে কর্মব্যস্ততা অফিস পাড়ায় ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে খুলেছে নগরের সব সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান।

রোববার (৬ এপ্রিল) থেকে রোজার আগের সূচিতে (৯টা-৫টা) ফিরেছে সব অফিসের কার্যক্রম।

আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে সব অফিস।

ঈদের আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) ছিল শেষ কর্মদিবস।

পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি দিয়ে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি। এর মধ্যে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করতে শহর ছাড়েন নগরবাসী।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ ছিল সাধারণ ছুটি। ঈদের আগের দিন ৩০ মার্চ ও ঈদের পরের দিন ১ ও ২ এপ্রিলও ছুটি ছিল। ৩ এপ্রিল ছুটি হয় নির্বাহী আদেশে। সবমিলিয়ে এবার ঈদের ছুটি ছিল ৫ দিন। আর দুই দফায় শুক্র ও শনিবার মিলিয়ে আরও চারদিন ছুটি যোগ হয়। এতে মোট ৯ দিন ছুটি কাটানোর সুযোগ পান সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।

এদিকে, ঈদের ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) প্রথম কর্মদিবস হওয়ায় তেমন কর্মব্যস্ততা ছিল না অফিসগুলোতে। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। ব্যাংকগুলোতেও মানুষের আনাগোনা কম। জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হচ্ছে না।  

সোনালী ব্যাংক আগ্রাবাদ করপোরেট শাখার সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার চন্দন চক্রবর্তী বাংলানিউজকে বলেন, ঈদের ছুটি শেষে ব্যাংক লেনদেন চলছে পুরোদমে। প্রথম দিন গ্রাহক উপস্থিতি কম।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এসএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।