ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে মাদকসহ গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, এপ্রিল ৬, ২০২৫
বোয়ালখালীতে মাদকসহ গ্রেপ্তার ৪ গ্রেপ্তার ৪ আসামি

চট্টগ্রাম: বোয়ালখালীতে চোলাই মদ, গাঁজা ও নগদ টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে বোয়ালখালী সেনাক্যাম্পের সদস্যরা।

এরপর বোয়ালখালী থানায় হস্তান্তর করলে পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

গ্রেপ্তাররা হলেন, পৌরসভার পূর্ব গোমদণ্ডীর মৃত নূর মোহাম্মদের ছেলে মো. শাহজাহান (৩৮), মৃত আবুল কাশেমের ছেলে শেখ আহমদ (৫১), মৃত নুরুল ইসলামের ছেলে এরশাদ (৩২) এবং মৃত নুরুল হকের ছেলে খোরশেদ আলম (৪২)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, আসামিদের কাছ থেকে ৫ লিটার চোলাই মদ, ৭৫ গ্রাম গাঁজা ও নগদ ৪৬ হাজার ৯০৭ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।