চট্টগ্রাম: পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলীখেলা, বাংলার লোক সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান ফটিকছড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের নেতাকর্মীদের উদ্যোগে ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের পৃষ্টপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফটিকছড়ি উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক নূরুল হুদা চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন।
বক্তব্য দেন- তাহের সিদ্দিকী, মুনসুর আলম চৌধুরী, মহিউদ্দিন আজম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা বজল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার কামনা চৌধুরী, আবু আজম তালুকদার, নাজিমউদ্দিন বাচ্চু, খালেদা মাহামুদ বাবুল, আহম্মদ সাফা, নূরুল হুদা, আজম খান, আব্দুল আজিজ, রশিদ চৌধুরী, ফরহাদ, নাজিম উদ্দিন, দৌলত মিয়া, বেলাল উদ্দিন, ইকবাল, বেলাল বিন নুর, প্রিন্স ওমর ফারুক, নজরুল, মাহাবুব, হেলাল উদ্দিন, একরাম হক একরাম, নাজিম, মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মীর আলী আকবর, আব্দুল কাদের, এম এ মাহাফুজ, নজিবুল করিম, জাবেদ, সদস্য আনিস প্রমুখ।
সমাবেশে সরওয়ার আলমগীর বলেন, বাংলার হাজার বছরের ঐতিহ্য এ নববর্ষ। এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোনো ধরনের সাম্প্রদায়িকতার স্থান এদেশে নেই। আমরা সবাই মিলে একটি পরিবার। এখানে জাতি, ধর্ম কোনো ভেদাভেদ নেই। এ ঐতিহ্য আজীবন ধরে রাখতে হবে।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
টিসি