চট্টগ্রাম: সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্যকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে প্রধান শিক্ষকের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন জানান, বুধবার দুপুর ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয়ে গিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়।
পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেটিতে লেখা হয়েছে, ‘আমি আমার ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করলাম’।
ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আনোয়ার বলেন, কান্তি লাল আচার্য দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। নেতা-কর্মীরা তার পদত্যাগ দাবি করে মিছিল-সমাবেশ করেন। উত্তেজিত জনতার চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
১৯৯১ সালের ১ মার্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগ দেন কান্তি লাল আচার্য। ২০০০ সালে প্রধান শিক্ষকের পদ খালি হলে বিদ্যালয় পরিচালনা কমিটি জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। ২০২৮ সালের মার্চ মাসে চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। গত রোববার বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেন জামায়াত সমর্থিত মহিউদ্দিন আহমেদ।
শিক্ষক কান্তি লাল আচার্য বলেন, ‘সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। অ্যাডহক কমিটি আমাকে বাদ দিতে পারতো। কিন্তু এভাবে অসম্মান করে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার প্রয়োজন ছিল না। যারা এ কাজ করেছে, অধিকাংশই আমার ছাত্র ছিল’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগ করানোর বিষয়টি জেনেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এসি/টিসি