চট্টগ্রাম: ইপিজেডে ইলিয়াস ব্রাদার্সের কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের কার্টন উৎপাদন করে থাকে।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এমআর/টিসি