ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘৩১ দফা স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
‘৩১ দফা স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি’ ...

চট্টগ্রাম: বিএনপি নেতা ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান বলেছেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তিতে যেমন বাংলাদেশের মুক্তি অন্তর্নিহিত, তেমনি ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ গঠনে ৩১ দফা বাস্তবায়নে আসবে এদেশের সমৃদ্ধি। ৩১ দফা স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এসএসসি পরীক্ষার ৩য় দিনে অংকুর সোসাইটি স্কুল কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অপেক্ষমান অভিভাবকদের জন্য গৃহীত নানান কর্মকাণ্ড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, শ্রম ও ত্যাগের উপরই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। সুতরাং তাদের পরিচর্যায় যে অভিভাবকরা নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন, সেই মহান অভিভাবকদের এই তীব্র তাপদাহে একটু স্বস্তি দিতে এবং দেশ গঠনে ৩১ দফার প্রয়োজনীয়তার বার্তা পৌঁছে দিতে এই ক্ষুদ্র প্রচেষ্টা।

 

এরপর তিনি নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ, ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় পরীক্ষার কেন্দ্রে ছাউনিগুলো পরিদর্শন, কোমল পানীয় বিতরণ এবং অভিভাবকদের খোঁজ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, শায়েস্তা চৌধুরী, গোলাম মনসুর, এস এম আজাদ, দাদান দড়ি সুরুজ, শহীদুল আলম খসরু, রেজাউল করিম মিন্টু, সায়মা হক, খাদিজা বেগম প্রমুখ।

উল্লেখ্য, সাঈদ আল নোমানের উদ্যোগে ১১টি পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য পরীক্ষাকেন্দ্রের সামনে ছাউনি ও বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি বিতরণ এবং স্বেচ্ছাসেবক টিম কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।