ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উত্তর গোমদন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের কবর জিয়ারত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
উত্তর গোমদন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের কবর জিয়ারত ...

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার উত্তর গোমদন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন নতুন পরিচালনা কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি  আহমদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব অন্যতম প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য নুরুল আলম কোম্পানির কবর জেয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী, সদস্য ইউসুফ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন বাদশা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম. সিনিয়র শিক্ষক মোহাম্মদ এমদাদ মোরশেদ আলম. আবদুল আলিম, বোয়ালখালী পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রহিম চৌধুরী মানিক, পৌরসভা বিএনপি নেতা নজু মিয়া তালুকদার. জসিম উদ্দিন চৌধুরী. আবু মোহাম্মদ তালুকদার. মন্জুর হোসেন জাহাঙ্গীর তালুকদার. ফরিদুল আলম. মোহাম্মদ বেলাল কোম্পানি মোহাম্মদ ফরহাদ প্রমুখ।  

পরে মোনাজাত পরিচালনা করেন মৌলানা আবদুর রশিদ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।