চট্টগ্রাম: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ১ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসিতে চট্টগ্রামে ৮৮১ জন, কক্সবাজারে ২২৩, রাঙামাটিতে ৯০, খাগড়াছড়িতে ১৭১ ও বান্দরবানে ৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১ লাখ ২৯ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর। তবে ২১৯টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে ১ লাখ ২৭ হাজার ৭৫৯ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বাংলানিউজকে বলেন, এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৪৪০ জন।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
বিই/পিডি/টিসি