ঢাকা, বুধবার, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ  ...

চট্টগ্রাম: মাছ ধরার জাহাজ থেকে পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন নাবিক দুলাল মিয়া।

শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে বিএফডিসি ১ নম্বর জেটি থেকে জাহাজে ওঠার সময় এ ঘটনা ঘটে।

দুলাল নোয়াখালীর চরজব্বার থানার আবদুর রবের ছেলে। তিনি মাছ ধরার জাহাজ এফভি পারটেক্স -১ এ কর্মরত ছিলেন।

জানা যায়, রাতে বিএফডিসি ১ নম্বর জেটি থেকে এফভি পারটেক্স-১ জাহাজে ওঠার সময় অসাবধানতাবশত দুই জাহাজের ফাঁকে কর্ণফুলী নদীতে পড়ে যান ফিশ মাস্টার দুলাল মিয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি, কোস্টগার্ড ও সদরঘাট নৌ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। তবে রোববার (২০ এপ্রিল) দুপুর পর্যন্ত ওই নাবিকের সন্ধান মেলেনি।

সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ জানান, ওই নাবিক জাহাজে ওঠার সময় নদীতে পড়ে যান। তার সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।