ঢাকা, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে চবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে চবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. মাছুদুর রহমানের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে আন্দোলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক অবরোধ করেন তারা।

এ সময় সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে সন্ধা ৬টার দিকে অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
 

চবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. ইসহাক ভূঁইয়া বলেন, কুয়েটে বহিরাগত যেসব সন্ত্রাসীরা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আবার শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসির মদদে মামলাও করা হয়েছে। এসবের প্রতিবাদে ও কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ৫০ ঘণ্টার বেশি অনশন কর্মসূচি পালন করেছে। কিন্তু তারপর শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়নি। আমরা অন্তবর্তীকালীন সরকার ও কুয়েট প্রশাসনের নিকট শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।  

চবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমরা কুয়েট ভিসির দ্রুত পদত্যাগের দাবি জানাচ্ছি। এজন্য আমরা ইউজিসিকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি। আজ আমরা ব্লকেড কর্মসূচি পালন করেছি। আগামীতে শিক্ষার্থীরা কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে যেসকল কর্মসূচি দিবে আমরা তা পালন করবো এবং এই ভিসিকে পদত্যাগ করিয়ে ছাড়বো৷ 

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।