ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে জেলে পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, এপ্রিল ২৭, ২০২৫
সীতাকুণ্ডে জেলে পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা  ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে বালু উত্তোলনকারীদের হাতে খুনের শিকার জেলে সম্প্রদায়ের রাম দাসের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত নেতৃবৃন্দ। তার মৃত্যু পরবর্তী সময়েও পরিবারের পাশে ছিলেন জেলা ও উপজেলা নেতারা।

 

রাম দাসের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি জামায়াত নেতারা প্রয়োজনীয় সহযোগীতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষায় সম্প্রতি উপজেলা জামায়াত নেতারা তার বাড়িতে যান, পরিবারের সকলের খোঁজখবর নেন এবং জামায়াতের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ তাহের, উপজেলা জেনারেল সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীসহ উপজেলা ও  ইউনিয়ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি সমুদ্রে মাছ ধরতে গেলে বালু উত্তোলনকারীদের ড্রেজারের  সাথে জেলেদের জাল কাটা নিয়ে কথা কাটাকাটি হয় রাম দাস ও তার ভাইয়ের সাথে। এক পর্যায়ে বালু উত্তোলনকারীরা  তাদেরকে ড্রেজারে তুলে রাম দাসকে পিটিয়ে পানিতে ফেলে দেয়, আরেক ভাইকে অপহরণ করে হাতিয়া দ্বীপে নিয়ে যায়। অপহৃত জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ২১ ফেব্রুয়ারি রাম দাসের মরদেহ ভেসে ওঠে সমুদ্রে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।