চট্টগ্রাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখার লক্ষ্যে তিন মাসের জন্য অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
Bangladesh Red Crescent Society Order, 1973 (President's Order No. 26 of 1973) এর 7(4) এর প্রদত্ত ক্ষমতাবলে সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে ২৯ এপ্রিল থেকে ২৮ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য এ কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে পদাধিকার বলে চেয়ারম্যান করা হয়েছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসককে। অ্যাডহক ভিত্তিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে ডা. মো. শাহাদাত হোসেনকে।
সদস্য করা হয়েছে অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, মো. আছিফ চৌধুরী, ড. মুহাম্মদ কামাল উদ্দিন, মো. দিদারুল আলম, অ্যাডভোকেট রাহিম উদ্দিন চৌধুরী, মো. রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর ও সুস্মিতা ইসলামকে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলমের সই করা সার্কুলারে জানানো হয়েছে, অ্যাডহক কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষের আগেই সোসাইটির গঠনতন্ত্রের Article 9B(3) এর বিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন, যার মেয়াদ Article 9B(4) এর বিধান অনুযায়ী প্রযোজ্য হবে।
এআর/টিসি