চট্টগ্রাম: বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী বলেছেন, শিক্ষার মান উন্নয়ন ও ভাল ফলাফল পেতে হলে অবশ্যই ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে একটি মেলবন্ধন থাকা জরুরি। তা-না হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালো ফলাফল অর্জন সম্ভব নয়।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সীতাকুণ্ডের ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সন্তানদের কেবল বিদ্যালয়ে পাঠিয়ে দায় সারলে হবে না অভিভাবকদের।
বিদ্যালয়ের শিক্ষক মোবারক হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব গাজী সুজা উদ্দিন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর ও উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মুরসালিন।
মতবিনিময় সভা শেষে আসলাম চৌধুরীর সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৫
পিডি/টিসি