চট্টগ্রাম: নগরের সদরঘাট থানা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিং করার সময় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ মে) দুপুরে পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন নির্মাণাধীন ভবনের নিচ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বাংলানিউজকে বলেন, নির্মাণাধীন ভবনটির পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় মাটি তুলতে গিয়ে বোমাসদৃশ ছয়টি বস্তু দেখতে পান নির্মাণশ্রমিকরা।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ৫, ২০২৫
এমআই/পিডি/টিসি