চট্টগ্রাম: বোয়ালখালীতে অবৈধভাবে স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করার দায়ে মো. জুয়েল নামের এক মাটি ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ মে) বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরি গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি বলেন, অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে মো. জুয়েল নামের একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে মাটি কেটে বিক্রি না করার জন্য বলা হয়েছে।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ।
স্থানীয়রা জানান, মাটি ব্যবসায়ী একটি সিন্ডিকেট সারোয়াতলীর কঞ্জুরী, পোপাদিয়া তালতল ও করলডেঙ্গা এলাকার ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছে। এতে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা করার পরও এই সিন্ডিকেট মাটি কাটা অব্যাহত রেখেছে।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মে ৮, ২০২৫
বিই/পিডি/টিসি