ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, মে ১২, ২০২৫
সীতাকুণ্ডে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা আটক আটক রোহিঙ্গা

চট্টগ্রাম: নোয়াখালীর ভাসানচর থেকে সীতাকুণ্ডে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে।  

সোমবার (১২ মে) সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূল থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার ১১টার দিকে ভাটিয়ারী সাগর উপকূলে শিশুসহ রোহিঙ্গাদের একটি ইঞ্জিন চালিত বোট থেকে নামতে দেখে এলাকাবাসী তাদের আটক করে। তারা এসময় নোয়াখালীর ভাসান চর থেকে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যেতে পালিয়ে এসেছেন বলে জানান।

পরে তাদের বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, রোহিঙ্গা আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে আটক রোহিঙ্গাদের পুনরায় নোয়াখালীর ভাসান চরে ফেরত পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ১২, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।