ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মেরিটাইম প্রদর্শনীতে যাচ্ছে ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩১, মে ১৬, ২০২৫
মেরিটাইম প্রদর্শনীতে যাচ্ছে ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ ছবি: আইএসপিআর

চট্টগ্রাম: মালয়েশিয়ার লংকাউইয়ে অনুষ্ঠিতব্য ১৭তম লংকাউই ইন্টারন্যাশনাল অ্যান্ড মেরিটাইম অ্যারোস্পেস এক্সিবিশনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’।

বৃহস্পতিবার (১৫ মে) চট্টগ্রাম ছেড়েছে জাহাজটি।

২০ থেকে ২৪ মে পাঁচদিন ব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

চট্টগ্রাম ত্যাগকালে জাহাজটিকে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাবৃন্দ এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক ও নৌবাহিনী জাহাজসমূহ অংশগ্রহণ করবে। ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম এজাজ মাসুদ এর নেতৃত্বে ৩৪ জন কর্মকর্তাসহ সর্বমোট ২২৯ জন সদস্য এ প্রদর্শনীতে যোগদান করবেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনী, প্রশিক্ষণ এবং মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশগ্রহণ করার লক্ষ্যে মালয়েশিয়া যাচ্ছে।  

এ সফরের মাধ্যমে বাংলাদেশসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়াসহ নৌ সদস্যদের পেশাগত দক্ষতা সমৃদ্ধ হবে।  

আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনী শেষে জাহাজটি আগামী ২৯ মে নৌ ঘাঁটিতে প্রত্যাবর্তন করবে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ১৬, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।