চট্টগ্রাম: নগরের উন্নয়ন ও সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনায় আবাসিক এলাকাগুলোর নেতাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (১৬ মে) নগরের কৈবল্যধাম আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেয়র বলেন, নগর উন্নয়নে নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আবাসিক এলাকার কল্যাণ সমিতিগুলো যদি সচেতনভাবে কাজ করে, তাহলে অনেক সমস্যা স্থানীয় পর্যায়েই সমাধান করা সম্ভব।
সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মনজুর আলম মঞ্জু। উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম, আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী মঈনু, মহানগর বিএনপির সাবেক শিল্প ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আকবর কাজল, ৯ নম্বর উত্তর পাহাড়তলী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী।
সাধারণ সভা পরিচালনা করেন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রেহান উদ্দীন প্রধান। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জমির আহম্মদ।
এলাকাবাসীর জন্য বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ট্রাভেল বিন সরবরাহ করেন মেয়র।
এআর/টিসি