ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অপপ্রচারের নিন্দা জানালেন রাজীব জাফর চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, মে ১৮, ২০২৫
অপপ্রচারের নিন্দা জানালেন রাজীব জাফর চৌধুরী ...

চট্টগ্রাম: নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্তি নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের নিন্দা জানিয়েছেন কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরী।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘২০০৭ সালের ৬ জানুয়ারি আমার প্রয়াত পিতা জাফর আহমেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

ওই সময় তিনি ইউসিবি’র চেয়ারম্যান ও পরিচালক ছিলেন। বিএনপিতে যোগদানের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে ব্যাংকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
এরপর তিনি চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ-সাতকানিয়া) ও চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন পান। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাঁকে ট্রাক প্রতীক দেন’।  

তিনি বলেন, ২০১৩ সালে যখন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে বাসভবনের চারপাশে মাটি বোঝাই ট্রাক দিয়ে ঘিরে ফেলা হয়, তখন আমি ও আমার পিতা টানা তিন মাস তাঁর পাশে অবস্থান করি। আমাদের ভবনের ছাদ ব্যবহার করে সাংবাদিকদের প্রবেশের সুযোগ করে দিই। বেগম খালেদা জিয়া কেবল আমাদের রাজনৈতিক নেত্রীই নন, আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশীও ছিলেন। ২০১৮ সালেও একই পরিস্থিতিতে আমি একাই তাঁর পাশে দাঁড়াই। আমার পিতা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বিএনপির প্রতি অবিচল ও নিষ্ঠাবান ছিলেন।  

রাজীব জাফর চৌধুরী বলেন, তিনি কখনোই আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না। ২০১৮ সালের ২১ নভেম্বর চট্টগ্রাম-১৫ আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আওয়ামী লীগের শাসনামলে বহুবার নিপীড়নের শিকার হয়েছেন। খুলশী এলাকার ফ্ল্যাটগুলো আওয়ামী লীগপন্থী একটি গোষ্ঠী জোরপূর্বক দখল করে নেয়। অথচ সম্প্রতি তাকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে জড়িয়ে ভুয়া ছবি ছড়ানো হচ্ছে।  

বিএনপির একজন একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দলের নেতৃত্বের প্রতি, বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ১৮, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।