চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি’র (সিআইইউ) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে বোর্ড অব ট্রাস্টিজের ৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) নগরের জামালখানে বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব।
সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন সিআইইউ’র ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও ক্যাম্পাস ফান্ড রেইজিং কমিটির (সিএফআরসি) আহ্বায়ক ট্রাস্টি মীর্জা সালমান ইস্পাহানী, ট্রাস্টি এম শাহাব উদ্দিন আলম এবং ট্রাস্টি সেলিম রহমান।
সভায় সিআইইউ’র স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম বৃদ্ধি ও উন্নত কারিকুলাম প্রণয়নের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, সিআইইউ পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন এবং স্থায়ী অবকাঠামো নির্মাণে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সিআইইউ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য একটি উন্নত, টেকসই এবং বিশ্বমানের শিক্ষা পরিমণ্ডল গড়ে তুলতে বদ্ধপরিকর।
পিডি/টিসি