ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, জুন ২৮, ২০২৫
চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার শামসুদ্দোহা সিকদার আরজু

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজুকে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা।  

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে  নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এবতেদায়ী মাদ্রাসার এলাকা থেকে স্থানীয় জনতা তাঁকে ধরে থানা-পুলিশের কাছে তুলে দেয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বাবুল আজাদ  শামসুদ্দোহা সিকদার আরজুকে  আটক করার বিষয়ে নিশ্চিত করে তিনি বলেন, নগরের কোতোয়ালী থানার মামলার আসামি আরজু । কোতোয়ালী থানায় তাকে হস্তান্তর করা হবে।


এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।