ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, জুন ৩০, ২০২৫
পটিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরের শান্ত নন্দী

চট্টগ্রাম: পটিয়ায় পুকুরে ডুবে শান্ত নন্দী (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।  

সোমবার (৩০ জুন) দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ধরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শান্ত রংপুরের সঞ্জয় নন্দীর ছেলে।  

জানা গেছে, শান্ত বাবা-মায়ের সঙ্গে চট্টগ্রাম শহরে থাকে।

চার দিন আগে মামা বাড়িতে বেড়াতে আসে সে। সোমবার দুপুরে শান্ত মামার বাড়ির পাশের একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। শান্তের বন্ধুরা পুকুর থেকে গোসল করে উঠলেও শান্তকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা পুকুরে খোঁজ শুরু করে। একপর্যায়ে তার নিথর দেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই কিশোরের মামা সুভাষ সেন জানান, ভাগ্নে শান্ত দুপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।