ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নবীনদের চবি উপাচার্যের বাংলোতে প্রতীকী সিট দিলো শিবির

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, জুলাই ১, ২০২৫
নবীনদের চবি উপাচার্যের বাংলোতে প্রতীকী সিট দিলো শিবির ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: তীব্র আবাসন সংকটের অভিনব প্রতিবাদ হিসেবে 'প্রতীকী সিট বণ্টন' কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রশিবির। তারই অংশ হিসেবে ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের মাঝে প্রতীকী সিট বণ্টন করেছে সংগঠনটি।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে চবির বুদ্ধিজীবি চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় চবি ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ পারভেজ আইসিটি সেলের পরিচালক ও ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব প্রভোস্ট হিসেবে প্রতিকী দায়িত্ব পালন করেন।

পরে তারা নবীন শিক্ষার্থীদের মাঝে উপাচার্যের বাংলো ও শিক্ষক ক্লাবে সিট বরাদ্দ দেন।  

চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একজন নবীন শিক্ষার্থীকেও আবাসন সুবিধা দিতে পারেনি। এটা শুধু এ বছর নয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে কখনোই কর্তৃপক্ষ নবীনদের মাঝে আসন বণ্টনের উপযোগী পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, দূরদূরান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে সময় কাটায়। তারা জানে না কোথায় থাকবে বা আদৌ বাসা পাবে কি-না। কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই, কোনো উদ্যোগ নেই। দেশের সর্ববৃহৎ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হয়েও প্রতিষ্ঠার ৬০ বছরেও শতভাগ আবাসন ব্যবস্থা করতে না পারার প্রতিবাদ হিসেবে আমরা 'প্রতিকী সিট বণ্টন' কর্মসূচি পালন করছি।

এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।