চট্টগ্রাম: জামালখানস্থ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বোর্ড অব ট্রাস্টিজের ৪৯তম সভা মঙ্গলবার (১ জুলাই) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব।
সভায় সিআইইউ’র স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাশাপাশি গবেষণা কার্যক্রম বৃদ্ধি, বাৎসরিক বাজেট পর্যালোচনা, তৃতীয় সমাবর্তনের প্রস্তুতি ও পরিকল্পনা এবং উন্নত কারিকুলাম প্রণয়নের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত, সিআইইউ পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন এবং স্থায়ী অবকাঠামো নির্মাণে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সিআইইউ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য একটি উন্নত, টেকসই এবং বিশ্বমানের শিক্ষা পরিমণ্ডল গড়ে তুলতে বদ্ধপরিকর।
এসি/টিসি