চট্টগ্রাম: ফটিকছড়ির লেলাং ইউনিয়নে খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ থাকার ১০ দিন পর সন্তোষ নাথ (৪০) নামের ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
রোববার (২০ জুলাই) সকাল ১১টায় লেলাং ইউনিয়নের লালপুল সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরিমল নাথ জানান, গত ৯ জুলাই সন্তোষ ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। টাকা-পয়সা সংক্রান্ত ঝামেলার কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
এসি/টিসি