ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গায় ৪০ লাখ টাকার মদ জব্দ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, জুলাই ২০, ২০২৫
পতেঙ্গায় ৪০ লাখ টাকার মদ জব্দ  ...

চট্টগ্রাম: নগরের পতেঙ্গায় চোরাচালানের সময় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড।

রোববার (২০ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ পতেঙ্গা থানাধীন সী বিচ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ সময় পরিত্যক্ত অবস্থায় প্রায় ৪০ লাখ টাকার ৬০ বোতল ভ্যাট ৬৯ হুইস্কি, ৪৮ বোতল ব্যালেন্টাইন হুইস্কি এবং ৩৬ বোতল রেড লেবেল হুইস্কি জব্দ করা হয়েছে।

মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।  

জব্দ করা মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।