ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চলন্ত অটোরিকশায় আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রী-চালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, আগস্ট ১৭, ২০২৫
চলন্ত অটোরিকশায় আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রী-চালক ...

চট্টগ্রাম: আনোয়ারায় চলন্ত অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালক ও যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা উপজেলা ভূমি অফিসের সামনে আসতেই গ্যাস লিকেজের শব্দ হয়।

এরপর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় চালক ও যাত্রীরা দ্রুত নেমে গিয়ে প্রাণে বাঁচেন। এর মধ্যেই পুরো সিএনজি আগুনে পুড়ে যায়।

অটোরিকশা চালক মো. শফি আলম বলেন, গাড়ি চালিয়ে ভূমি অফিসের সামনে আসতেই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। আমি এবং যাত্রীরা দ্রুত নেমে রক্ষা পাই। এই অটোরিকশাটি ভাড়ায় চালিয়ে আমার পরিবারের ভরণপোষণ করি। এখন আমার রুজি-রোজগারের সম্বলটি পুড়ে গেছে।

আনোয়ারা ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আরিফুজ্জামান শেখ বলেন, অটোরিকশায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ইঞ্জিন হিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হলেও ৩ লাখ টাকার যন্ত্রাংশ উদ্ধার সম্ভব হয়েছে।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।