ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৭৬ মিলিয়ন ডলারে দুইটি জাহাজ কিনছে বিএসসি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, আগস্ট ২৬, ২০২৫
৭৬ মিলিয়ন ডলারে দুইটি জাহাজ কিনছে বিএসসি  সংবাদ সম্মেলন

চট্টগ্রাম: আমেরিকান কোম্পানি থেকে নিজস্ব অর্থায়নের ৭৬ দশমিক ৬৯৮ মিলিয়ন ডলারে দুইটি জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি প্রস্তাবিত ৬৩ হাজার ৫০০ ডিডব্লিউটির পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী অত্যাধুনিক প্রথম জাহাজটি সেপ্টেম্বরের শেষদিকে বিএসসির কাছে হস্তান্তর করা হবে।

অপর জাহাজটি নভেম্বরে হস্তান্তরের শিডিউল রয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে বিএসসি ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (বাণিজ্য) মুহাম্মাদ আনোয়ার পাশা, নির্বাহী পরিচালক (প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, সচিব আবু সাফায়াৎমুহম্মদ শাহেদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) সাজিয়া পারভীন প্রমুখ।

কমোডর মাহমুদুল মালেক জানান, নতুন জাহাজে সিআরপি প্রপেলর জ্বালানি খরচ কমাবে ও অপারেশনাল দক্ষতা বাড়াবে। অ্যারোডাইনামিক ব্রিজ ডিজাউনের কারণে বাতাসের বাধা কমিয়ে গতি ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। এসসিআর, ইজিবি প্রধান ইঞ্জিন থেকে নাইট্রোজেন অক্সাইড নির্গমন কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে, যা পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমাবে। গ্রিন শিপ কনসেপ্টের জাহাজ দুইটি হবে আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ড সম্মত। জাহাজের প্রধান ইঞ্জিন জার্মানির লাইসেন্সে নির্মিত চীনে উৎপাদিত। পাম্প স্পেনের এবং কমপ্রেসার নরওয়ের। নতুন জাহাজ দুইটি দৈনিক জ্বালানি খরচ হবে ২০ টন করে। আগের জাহাজগুলোতে খরচ হচ্ছে দৈনিক ২৪ টন করে। এ দুটি জাহাজ বহরে যুক্ত হলে বিএসসির নিজস্ব পরিবহন সক্ষমতা প্রায় ১ লাখ ২০ হাজার ডিডব্লিউটি বাড়বে, যা দেশের সমুদ্রবাণিজ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) নিজস্ব অর্থায়নে দুটি (প্রতিটি ৫৫,০০০-৬৬,০০০ ডিডব্লিউটি) বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয় প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অনুমোদন লাভ করেছে। নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পটি জুন ২০২৫ থেকে জুন ২০২৭ পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য এর ডিপিপি গত ৩ জুন তারিখে অনুমোদিত হয়। ইতিপূর্বে, জাহাজ কেনার জন্য আন্তর্জাতিক এক ধাপ দুই খাম পদ্ধতিতে গত ৪ জুন আহ্বান করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৬ জুলাই। মোট ৮টি প্রতিষ্ঠান দরপত্র কেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে ৩টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে।

প্রস্তাবিত জাহাজগুলোর বিভিন্ন কারিগরি বিষয় যাচাই-বাছাই করা হয় এবং মূল্যায়ন কমিটি সরেজমিনে জাহাজ দুইটির নির্মাণ অবস্থা পর্যবেক্ষণ করে। জাহাজের স্পেসিফিকেশন প্রস্তুত এবং কারিগরি মূল্যায়নে ক্লাসিফিকেশন সোসাইটির প্রতিনিধির বিশেষজ্ঞ সেবা নেওয়া হয়। সর্বোপরি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন পরবর্তীতে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির প্রস্তাবিত প্রতিটি জাহাজের একক মূল্য ৩৮ দশমিক ৩৪৯ মিলিয়ন ডলার এবং দুটি জাহাজের মোট সমন্বয়কৃত ও সুপারিশকৃত মূল্য ৭৬ দশমিক ৬৯৮ মিলিয়ন ডলার। এটি দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ৮০ দশমিক ৪০ মিলিয়ন ডলারের চেয়ে ৪ দশমিক ৬০ শতাংশ কম।

তিনি জানান, সরকারি অর্থায়নে আরও দুইটি বাল্ক ক্যারিয়ার এবং একটি এমআর ট্যাংকার কিনবে বিএসসি। দ্রুততম সময়ে ১৪টি জাহাজ বিএসসির বহরে যুক্ত হবে।  

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।