ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিনিয়োগবান্ধব ইপিজেড গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫০, সেপ্টেম্বর ৮, ২০২৫
বিনিয়োগবান্ধব ইপিজেড গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান

চট্টগ্রাম: বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাস্টমস বন্ড কমিশনারেট, বেপজা ও ইপিজেডভিত্তিক বিনিয়োগকারীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

সোমবার (৮ সেপ্টেম্বর) ইপিজেডের বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) মতবিনিময় সভায় তাঁরা এ আহ্বান জানান।

 

চট্টগ্রাম ইপিজেড ইনভেস্টরস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. মাহফুজুল হক ভূঁইয়া প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন বেপজিয়া পরিচালক অঞ্জন শেখর দাস।

স্বাগত বক্তব্য দেন বেপজিয়ার ভাইস প্রেসিডেন্ট (অর্থ) খাজা মাঈনুদ্দিন ফরহাদ। বক্তব্য দেন বেপজিয়া জোনাল সেক্রেটারি আজিজুল বারি চৌধুরী জিন্নাহ।  

আলোচনা করেন বেপজা চট্টগ্রাম জোনের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান, কর্ণফুলী জোনের নির্বাহী পরিচালক মসিউদ্দিন বিন মেজবাহ, বেপজিয়া পরিচালক তপন কুমার মজুমদার, এমএনসি অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম ভূঁইয়া, অতিরিক্ত কমিশনার মো. গিয়াস কামাল, সেকশন সেভেন লিমিটেডের পরিচালক বিপ্লব বড়ুয়া, ইয়াংওয়ান গ্রুপের ডিজিএম (আমদানি) ইফতেখার হোসাইন প্রমুখ।  

সভায় কাস্টমস ও বন্ড-সংক্রান্ত নানা সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা হয়। বিদ্যমান ইস্যুগুলো আলোচনার মাধ্যমে নিরসন করে বিনিয়োগবান্ধব ইপিজেড গঠনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বেপজিয়ার নির্বাহী সচিব এমএনএম জুয়েল।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।