ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিকল বোটে চার দিন সাগরে ভাসছিল ১৭ জেলে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, সেপ্টেম্বর ১১, ২০২৫
বিকল বোটে চার দিন সাগরে ভাসছিল ১৭ জেলে ...

চট্টগ্রাম: চার দিন ধরে সাগরে ভাসতে থাকা ‘মাসুদা শাহীন’ নামের শিপিং বোটের ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।  

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩১ আগস্ট চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে ‘এফবি মাসুদা শাহীন’ ১৭ জেলেসহ মাছ ধরার জন্য সাগরে যায়। গত ৭ সেপ্টেম্বর রাতে বোটটির শ্যাফট ভেঙে গিয়ে বিকল হয়ে ৪ দিন সাগরে ভাসতে থাকে।

ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর, গত বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১টায় বোটের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নাম্বারে (১৬১১১)  সাহায্য চাইলে বিষয়টি কোস্ট গার্ড জানতে পারে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ১৭ জেলেসহ বিকল হওয়া বোটটি নিরাপদে উদ্ধার করা হয় এবং জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়।

উদ্ধার করা ১৭ জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।