ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ঘুষের মামলায় সহযোগীর ১৬৪ ধারায় জবানবন্দি, রাজস্ব কর্মকর্তা কারাগারে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, সেপ্টেম্বর ১৭, ২০২৫
ঘুষের মামলায় সহযোগীর ১৬৪ ধারায় জবানবন্দি, রাজস্ব কর্মকর্তা কারাগারে 

চট্টগ্রাম: আমদানিকারকের কাছ থেকে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে ঘুষের ৩০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তারের মামলায় একজন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে মাইনুদ্দীন ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

পরে রাজীব রায় ও মাইনুদ্দীনকে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর একটি দল কাস্টমস হাউসে ছদ্মবেশে অভিযান চালিয়ে রাজীব রায় ও মাইনুদ্দীনকে গ্রেপ্তার করে।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন বাংলানিউজকে বলেন, পণ্য ছাড় করাতে ঘুষ নেওয়ার মামলায় দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে মাইনুদ্দীন নামে এক আসামি আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামি চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায়কে কারাগারে পাঠানো হয়েছে।  

এদিকে দুদকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের মালিক আমির হোসেন জাপান থেকে অ্যাক্রিলিক মেশানো প্লাস্টিকের ভাঙা টুকরা ও বাতিল অংশের একটি চালান আমদানি করেন। চালানের মূল্য ৬ হাজার ৪২৮ ডলার।

অভিযোগ রয়েছে—চালানটি ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন ইচ্ছাকৃতভাবে হয়রানি করে নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়ে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকি দেওয়া হয়।

আমির হোসেন এ বিষয়ে দুদকের চট্টগ্রাম কার্যালয়ে অভিযোগ করলে চট্টগ্রাম-১ কার্যালয় বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। অভিযানের পর গ্রেপ্তার দু’জনকে মামলা করার জন্য থানায় হস্তান্তর করা হয়।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।