ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

উদ্ভট কথা না বলে নির্বাচনে আসুন: সরওয়ার আলমগীর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, সেপ্টেম্বর ২১, ২০২৫
উদ্ভট কথা না বলে নির্বাচনে আসুন: সরওয়ার আলমগীর  ...

চট্টগ্রাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মির্জারহাট বাজারে শনিবার (২০ সেপ্টেম্বর) গণসংযোগ ও ৩১ দফার বই বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

এসময় তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী।

বিএনপির জনপ্রিয়তা দেখে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। কিন্তু তাদের সে ষড়যন্ত্র দেশের মানুষ নস্যাৎ করে দেবে।
 

তিনি আরও বলেন, একটি দল বলছে তারা সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দল হবে। কিন্তু তারা নির্বাচনে আসতে ভয় পায়। সাহস থাকলে নির্বাচনে আসেন। জনগণ চাইলে সরকার গঠন করেন। কারো আপত্তিতো নেই। নির্বাচনে না এসে মাঠ গরম করে লাভ কি? নির্বাচনেই প্রমাণ হবে কার জনপ্রিয়তা কতটুকু।  

এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, ফটিকছড়ি উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, ভূজপুর থানা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন বাচ্চু, মাহমদ আলী সিকদার, বশর মাস্টার, এমদাদ, শাহ আলম তালুকদার, মো. হারুন, মোজহারুল ইকবাল লাভলু, শামীম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মীর আলী আকবর, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল প্রমুখ।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।