ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে: ফারুক-ই-আজম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, সেপ্টেম্বর ২৭, ২০২৫
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে: ফারুক-ই-আজম মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক

চট্টগ্রাম: মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেছেন, এবারের পূজা যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেজন্য এরই মধ্যে পূজার নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে সরকারের পক্ষ থেকে সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জামালখানে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  

উপদেষ্টা বলেন, এটা শুধু সনাতন ধর্মাম্বলীদের অনুষ্ঠান নই, এটি সার্বজনীন অনুষ্ঠান।

বর্তমান সময়ে সেটি অনেকটা লোপ পেয়েছে। এটির পেছনে প্রযুক্তির ছোয়াসহ নানা কারণ বিদ্যামান। আগে আমাদের সবার মাঝে যে ভ্রাতৃত্ববোধ এবং একে অপরের প্রতি সম্মান ছিল বর্তমানে সেটি অনেকাংশে লোপ পেয়েছে।

ফারুক ই আজম বলেন, পূজার সময় সব ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে। সামাজিক যোগাযাগ মাধ্যমে কোন একটি ঘটনা দেখলেই যেন সেটি সঠিক কিনা যাচাই করতে হবে। কারো একটি ছোট ভুলের কারণে যাতে অন্য পূজামণ্ডপে পূজা পালনে অসুবিধার সৃষ্টি না হয়। পূজার সময় মণ্ডপে পরিবারের সবাইকে নিয়ে ধর্মীয় ভাবগম্ভীর্যে পূজা পালন করবেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার পালিত, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক শ্রী নারয়ণ চৌধুরী।

এমআর/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ