চট্টগ্রাম: পটিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পটিয়া বাইপাস সড়কের গাজী বাড়ির রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক জালাল আহমদ (৬২) বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকার মৃত কবির আহমদের ছেলে। তাঁর স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রয়েছে।
পুলিশ জানায়, একজন যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশাটি পটিয়া বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার চালক এবং যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।
পটিয়া হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে।
এসি/টিসি