চট্টগ্রাম: সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ (৭৮) আর নেই। শনিবার (১১ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে নগরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন।
রোববার (১২ অক্টোবর) বেলা ১১টায় রাউজানের সিকদার ঘাটা ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য সরওয়ার উদ্দিন আহমেদ এর মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম, গোলাম মওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সরওয়ার উদ্দিন আহমেদ মৃত্যুকালে স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে রেখে গেছেন। তিনি রাউজান উপজেলার (পৌরসভার) সুলতানপুর গ্ৰামে আলেপ খান সওদাগর বাড়িতে জন্মগ্ৰহণ করেন। পাকিস্তানের করাচী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন।
তিনি দীর্ঘ ৫৫ বছরের চাকরি জীবনে ১৭ বছর বাংলাদেশ পর্যটন করপোরেশনের নির্বাহী কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে ডেইলি ফিন্যান্সিয়েল এক্সপ্রেস, ডেইলি নিউজ টুডে, দি ডেইলি লাইফ, দি নিউ নেশান পত্রিকার ব্যুরো চীফ/নিজস্ব সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডেইলি পিপলস্ ভিউ, দি ইকোনোমিক্স টাইমস, দি ডেইলি কমার্শিয়াল টাইমস এর নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এসি/টিসি