ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের স্থান নাই: সরওয়ার আলমগীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, অক্টোবর ২০, ২০২৫
বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের স্থান নাই: সরওয়ার আলমগীর ...

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ৩১ দফা বাস্তবায়নের কোনও বিকল্প নেই। বিএনপি দেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়।

তাই ৩১ দফার পক্ষে সর্বত্র জনমত গঠন করতে তৃণমূল বিএনপিকে কাজ করতে হবে। ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের কোনও স্থান নাই। ফটিকছড়িতে বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে পুলিশের হাতে তুলে দিন। এটাই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। অপরাধীদের ক্ষমা নাই।  

বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি সফল করার লক্ষ্যে ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বালুটিল বাজারে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

দাঁতমারা ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মালেক হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন চেয়ারম্যান, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, আবুল কালাম চৌধুরী, মুনসুর আলম চৌধুরী, নূরু জামান মেম্বার, নাজিম উদ্দিন বাচ্চু, আবুল খায়ের, আবুল হোসেন আবু, খালেদ মাহমুদ বাবুল, মাস্টার সফিউল আলম, বেলাল হাওলাদার, আহম্মদ সাফা, মো. এনাম, নাছির উদ্দিন বিপ্লব।

যুবদল নেতা মো. আলমের সঞ্চালনায় বক্তব্য দেন হানজালা, জাহেদ মেম্বার, একরামুল হক একরাম, বাবু, জাহাঙ্গীর, মো. আবছার, আবু কালাম, শাকিল চৌধুরী রনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, মো. সুহেল, আবদুল করিম, সহিদ, নাছির উদ্দিন ভুলো, বেলাল, জসিম, জব্বার, নাজিম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহিম প্রমুখ।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।