ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঢাকায় সাংবাদিকদের উপর ‍হামলার প্রতিবাদ চট্টগ্রামে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫
ঢাকায় সাংবাদিকদের উপর ‍হামলার প্রতিবাদ চট্টগ্রামে

চট্টগ্রাম: ঢাকায় সাংবাদিকদের উপর হামলা এবং নাশকতার প্রতিবাদে বন্দরনগরীতে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিইউজে’র সভাপতি এজাজ ইউসুফী।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, রাজনৈতিক অস্থিরতার সুযোগে ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলো জঙ্গিবাদের বিস্তার ঘটানোর ষড়যন্ত্র করছে।
তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। এ মুহুর্তে দেশের বিবেকবান সাংবাদিকদের উচিৎ জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা। লেখনীর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা এখন সব সাংবাদিকের দায়িত্ব।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাস, বিএফইউজের সদস্য দিদারুল আলম,  সিইউজের টিভি ইউনিটের ডেপুটি চিফ অনিন্দ্য টিটো, সিইউজের সদস্য সুমি খান ও হাসান শাহরিয়ার।

এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, নির্বাহী সদস্য রাশেদ মাহমুদ।

সমাবেশে থেকে ঢাকায় জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সমাবেশ চলাকালে বহিরাগতদের হামলার নিন্দা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ০৫,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।