ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিপিএইচও’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
বিপিএইচও’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে বগুড়া গিয়ে শীতার্থ দরিদ্র অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ দরিদ্র সাহায্য সংস্থা‍ (বিপিএইচও)।

বগুড়া পুলিশের সহযোগিতায় সংস্থার উদ্যোগে  জেলার সাবগ্রাম উলুম মাহমুদিয়া মাদ্রাসা (সাবগ্রাম), হযরত ফাতেমা (রা:) মহিলা এতিম খানা (সারোটিয়া), অন্ধ হাফেজিয়া মাদ্রাসাসহ (শিবহাটি) মোট ছয়টি এতিমখানা, বগুড়া রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় ৬ হাজার  দু:স্থ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।



এসময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শেখ মুনতাসীর খলিল, সহ-সভাপতি মো. ফয়েজ, পরাগ দেব, তাউশিফউল আলম, শেখ মো. জুবাইদুর রহমান, মোআম্মত ফাতেমা, সামিয়া তাজিন, অদিতি বড়ুয়া, সাহেদ হাসান তনয়, রিয়াদ চৌধুরী, আশরাফ ইবনে সাদী, সামস হাসান, রাকিব উদ্দিন, আসরাফ উদ্দিন হৃদয় প্রমুখ।

সার্বিক সহায়তা করেন সদর থানার এসআই মামুনসহ পুলিশের সদস্যবৃন্দ।
 

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।