ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনের যাত্রা বাতিলে চট্টগ্রামে দুর্ভোগে যাত্রীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
ট্রেনের যাত্রা বাতিলে চট্টগ্রামে দুর্ভোগে যাত্রীরা ছবি: প্রতীকী

চট্টগ্রাম: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে কুমিল্লার নাঙ্গলকোটে আউটার রেললাইন কেটে ফেলায় চট্টগ্রামে একটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। আরেকটি ট্রেন দেড় ঘণ্টা বিলম্বের ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে।

এর ফলে রেলস্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

শনিবার ভোর পৌনে ৫টার দিকে নাঙ্গলকোট রেলস্টেশনের পাশে তিন ফুটের মত আউটার রেললাইন কেটে ফেলে দুর্বৃত্তরা।
এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, রেললাইন কেটে ফেলায় ঢাকা থেকে গোধূলীর ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামে আসতে পারেনি। গোধূলী এক্সপ্রেস মহানগর প্রভাতী হয়ে ঢাকায় যাবার কথা ছিল। ফলে প্রভাতীর যাত্রা বাতিল করা হয়েছে।

প্রভাতী এক্সপ্রেস সকাল ৭টায় ছেড়ে যাবার কথা ছিল। আর চট্টলা এক্সপ্রেস ছেড়ে যাবার কথা ছিল সকাল ৮টা ৪০ মিনিটে।

স্টেশন ম্যানেজার জানান, রেললাইন সচল হওয়ার পর সকাল ১০টার দিকে চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম ছেড়ে গেছে।

এদিকে প্রভাতীর যাত্রা বাতিল হওয়ায় রেলস্টেশনে শত, শত যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ট্রেনের দেখা না পেয়ে তারা হতাশ হয়ে পড়েন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।