ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত শিক্ষিকার মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত শিক্ষিকার মৃত্যু ছবি: উজ্জ্বল ধর - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত চট্টগ্রাম সরকারি নার্সিং কলেজের জ্যেষ্ঠ্য শিক্ষিকা অঞ্জলী দেবী (৫০) মারা গেছেন। শনিবার সকাল ১১টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।



নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারি কমিশনার দীপকজ্যোতি খিসা বাংলানিউজকে বলেন, সকাল ১০টার দিকে অঞ্জলী দেবীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১১টা ৪০মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।


nursing_student_02চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এস আই জহির উদ্দিনও বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে নগরীর পাঁচলাইশ থানার চকবাজার তেলিপট্টি মোড় এলাকায় দুর্বৃত্তরা অঞ্জলী দেবীকে কুপিয়ে গুরুতর আহত করে।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বাংলানিউজকে জানান, কলেজে যাবার জন্য তেলিপট্টি মোড়ে বাসা থেকে বের হয়ে কিছুদূর হেঁটে আসেন অঞ্জলী দেবী। রিক্সার জন্য অপেক্ষমাণ থাকা অবস্থায় আকস্মিকভাবে কয়েকজন যুবক এসে তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়।

এসময় স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় অঞ্জলীকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

nursing_student_01চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এস আই জহির উদ্দিন বাংলানিউজকে বলেন, প্রচুর রক্তক্ষরণের ফলে শুরু থেকেই আশংকাজনক অবস্থায় ছিলেন অঞ্জলী দেবী। তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বাংলানিউজকে বলেন, অঞ্জলী দেবীর কাছে মোবাইল, টাকাপয়সা ছিল। দুর্বৃত্তরা কিছুই নেয়নি। কি কারণে তাকে কোপানো হয়েছে সে বিষয়ে আমরা এখনও কিছুই জানিনা। পারিবারিক কিংবা কর্মস্থলে কোন বিরোধ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

** নার্সিং কলেজের শিক্ষিকাকে কুপিয়ে খুনের চেষ্টা

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।