ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে আহত ৩

চট্টগ্রাম: বঙ্গোপসাগরে একটি ফিশিং ট্রলারে ‘জলদস্যুদের গুলিতে’ তিন জেলে আহত হয়েছে।

সোমবার গভীর রাতে মাছ ধরার সময় কক্সবাজারের অদূরে জিনজিরা বাইশবাম এলাকায় এই ঘটনা ঘটে।



গুলিবিদ্ধরা হলেন, মো. ইলিয়াছ (৪৫), মোশাররফ (২২) এবং মোজাম্মেল হক (২৫)। তাদের সকলেরই বাড়ি নোয়াখালীর রামগতি এলাকায়।


আহতদের তিনজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলাব্রত বড়ুয়া বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ‍রাতে মাছ ধরার সময় কয়েক জন জলদস্যু মাছ ধরার ট্রলারটি ঘিরে ধরে গুলি বর্ষন করলে তিনজন আহত হয়।   এদের মধ্যে ইলিয়াছের চোখে গুলি লাগে।

ট্রলারের মালিক জসিম কেরানী বাংলানিউজকে জানান, ট্রলারে মাঝিসহ ১৯ জন জেলে ছিল।   বাইশবাম এলাকায় যাওয়ার পর জলদস্যুরা অতর্কিত চারদিক থেকে গুলি করতে থাকে।   আহতদের মধ্যে ইলিয়াছ ট্রলারের চালক এবং অন্য দুইজন জেলে।

হামলা চালিয়ে জলদস্যুরা মাছ ধরার প্রায় পাঁচ লাখ টাকার জাল ছিনিয়ে নিয়ে গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘন্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।