ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম নার্সিং কলেজ

জ্যেষ্ঠ শিক্ষক অঞ্জলী হত্যার প্রতিবাদে মানববন্ধন-শোকসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
জ্যেষ্ঠ শিক্ষক অঞ্জলী হত্যার প্রতিবাদে মানববন্ধন-শোকসভা অঞ্জলী দেবী

চট্টগ্রাম: চট্টগ্রাম নার্সিং কলেজের জ্যেষ্ঠ শিক্ষক অঞ্জলী দেবীর হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।   রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব কর্মসূচি পালন করেছে তারা।



সকালে চট্টগ্রাম নার্সিং কলেজের অডিটোরিয়ামে শোক সভা অনুষ্ঠিত হয়।   সভায় সভাপতিত্ব করেন নার্সিং কলেজের অধ্যক্ষ মিনারা খানম।
  বক্তব্য রাখেন ফৌজদারহাট নার্সিং কলেজের অধ্যক্ষ সালমা বেগম, ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রতন কুমার নাথ, অ্যাডহক কমিটির আহ্বায়ক রতন কুমার বড়ুয়া, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবুল হাসান, নার্সিং কলেজের জ্যেষ্ঠ শিক্ষিকা মাকসুদা বেগম।

সভায় তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়। সভা শেষে কালোব্যাজ ধারণ করে শিক্ষক ও শিক্ষার্থীরা র‌্যালী বের করে।

এদিকে অঞ্জলী দেবী হত্যার প্রতিবাদে মানবন্ধন করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্র সংসদ ও কলেজ শাখা ছাত্রলীগ।   সকালে কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

মানবন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ চট্টগ্রাম শাখার যুগ্ম সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, স্বাচিপ চমেক শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ, ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ডা. সৈয়দ মোর্শেদ মাওলা, চমেক ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. সালমান মাহমুদ সিদ্দিকী রাফসান, চমেক ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. বিজয় সরকার, চমেক ছাত্রলীগের সভাপতি মো. নাসির উদ্দিন পাটোয়ারী শুভ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ছাত্র সংসদের সহ সভাপতি মাহিদুর রহমান, সাধারণ সম্পাদক নাবিদ আনুজম তানভীর, ডা. মোস্তফা কামাল রিপন।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে অঞ্জলী দেবী হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

শনিবার সকালে নগরীর পাঁচলাইশ থানার চকবাজার তেলিপট্টি এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন চট্টগ্রাম নার্সিং কলেজের জ্যেষ্ঠ শিক্ষক অঞ্জলী দেবী।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারী ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।