ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
চট্টগ্রামে গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চট্টগ্রাম: বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে নগরীতে গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার বিকেল সাড়ে ৪টা থেকে ৭টার মধ্যে এসব নাশকতার ঘটনা ঘটেছে।



কোতয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বাংলানিউজকে জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনের অদূরে রিয়াজউদ্দিন বাজার পাখির গলির সামনে দুর্বৃত্তরা এসে কমপক্ষে ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ককটেলের আঘাতে দু’টি সিএনজি অটোরিক্সার সামনের কাঁচ ভেঙ্গে গেছে।


ককটেলের শব্দে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট দ্রুত বন্ধ করে দেন। সাময়িকভাবে ওই সড়কে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

নগরীর পাঁচলাইশ ‍থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ষোলশহর বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা এলাকায় ৫-৬ জন দুর্বৃত্ত নাশকতার জন্য জড়ো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ধাওয়া দেয়। এসময় তারা দুই লিটার অকটেন ফেলে পালিয়ে যায়। গাড়িতে আগুন দেয়ার জন্য অকটেনগুলো দুর্বৃত্তরা নিয়েছিল বলে পুলিশ ধারণা করছে।

এদিকে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার সামনে বিকেল সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা একটি হিউম্যান হলারে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।