ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সূর্য সেনের ফাঁসি স্মরণে নাটক ‘প্রীতিলতা’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
সূর্য সেনের ফাঁসি স্মরণে নাটক ‘প্রীতিলতা’

চট্টগ্রাম: বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ফাঁসি দিবস স্মরনে চারণ সাংস্কৃতিক কেন্দ্র নগরীর টিআইসি অডিটোরিয়ামে মঞ্চায়ন করতে যাচ্ছে নাটক ‘প্রীতিলতা’। নাটকটি রচনা করেছেন তাপস চক্রবর্তী ও নির্দেশনায় আছেন আবির মন্ডল।



নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুমেল বড়য়া, ইমরান হোসেন, মামুনুল হক, নাজমুল হুদা, নিশিগন্ধা দাশগুপ্তা, প্রবাল মজুমদার, মেজবাহ উদ্দীন, রিষিকা আদিল, লিটু দেব নাথ, শারাবান তাহুরা কুমকুম, তাপস চক্রবর্তী, অশোক সুমন, রাজীব মজুমদার।

নাটকটি দু’টি মঞ্চায়ন হবে যথাক্রমে সোমবার বিকেল সাড়ে ৫টায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায়।


টিকেট মঞ্চায়নের দিন কাউন্টারে পাওয়া যাবে বলে সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।