ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি ছাত্রলীগ কর্মীকে একমাসের জন্য অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
চবি ছাত্রলীগ কর্মীকে একমাসের জন্য অব্যাহতি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ব্যবসায়ীর সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ছাত্রলীগের এক কর্মীকে ১ মাসের জন্য সংগঠনের যাবতীয় কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন এ সিদ্ধান্ত নেন।



বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবী সওদাগর নামে এক মুদি দোকানীর সঙ্গে খারাপ আচরণ করেন ছাত্রলীগ কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন। এ ঘটনায় নবী সওদাগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে ২৪ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত অব্যাহতি দেওয়া হয় ওই ছাত্রলীগ কর্মীকে।

ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপু বাংলানিউজকে বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। আরাফাত হোসেনের বিরুদ্ধে ব্যবসায়ীর করা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে একমাসের জন্য সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ছাত্রলীগের কেউ এরকম ঘটনার সঙ্গে জড়িত প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও একই রকম ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।